জেলা প্রতিনিধি, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৬০ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ।
১৬ মার্চ রবিবার ভোরে নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক কারবারি আনিসুর রহমান (৪৫) শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকার মৃত কাসেম আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রবিবার ভোরে নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া এলাকার হযরত মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় একটি মিনি পিকআপ থেকে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার ও মাদক কারবারি আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়।
শেরপুর জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক সালেমুজ্জামান বলেন , ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে ।

আরও পড়ুন
ভাঙ্গুড়ায় সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, কৃষি প্রণোদনা নিয়েও তীব্র ক্ষোভ
তারেক রহমান অচিরেই টাঙ্গাইল-৫ আসনের প্রার্থিতা ঘোষণা করবেন: টুকু
মালয়েশিয়ায় শ্রমিক থেকে শিল্পপতি হলেন নাসিরনগরেল কৃতি সন্তান হাফেজ হুসাইন আহমাদ