জেলা প্রতিনিধি, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৬০ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ।
১৬ মার্চ রবিবার ভোরে নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক কারবারি আনিসুর রহমান (৪৫) শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকার মৃত কাসেম আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রবিবার ভোরে নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া এলাকার হযরত মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় একটি মিনি পিকআপ থেকে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার ও মাদক কারবারি আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়।
শেরপুর জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক সালেমুজ্জামান বলেন , ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে ।
আরও পড়ুন
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে গ্রামীণ সড়ক সংস্কার
জয়পুরহাটে আসামী ধরতে গিয়ে দুর্বত্তের হামলায় পুলিশের উপ পরিদর্শক ছুরিকাহত
দলিত সম্প্রদায়ের অন্তর্ভুক্তি ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : খুবি উপ-উপাচার্য