সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধীনস্থ ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালনী পণ্য, যানবাহন ও মাদকদ্রব্যসহ ১৫ কোটি ২৯ লাখ ৯৬ হাজার টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার স্বাক্ষরিত ১৬ মার্চ বিকেলে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৩৬ হাজার কেজি ৪৪ কেজি জিরা, ৩৩ হাজার কেজি ৩শত ৩ কেজি চিনি, শাড়ী ১ হাজার ২শত ৩০টি, কম্বল ১ হাজার ২শত ৭৫টি, সানগ্লাস ৮ হাজার ৬শত ৬৬টি, গেঞ্জি ১ হাজার ৪৮০ পিস, জিলেট ব্লেড ১ লাখ ৮০ ৩শত ৭০ পিস, জর্দ্দা ৭০ কেজি, বিভিন্ন প্রকার ঔষধ ৪৯ হাজার ৩শত ৭০টি, ওভাল পার্পোট ১শত ৬৪টি, আতশবাজি ১৯ হাজার ৩শত ৮০টি, ১৪ সেফটি কাঠ, ফল ১৪ কেজি, কিসমিস ৯শত ৮৫ কেজি, লেহেঙ্গা ১২টি, চকলেট ও বিস্কুট ৩ হাজার ৩৯ প্যাকেট, সুপারি ৬ হাজার ৯শত ৭৫ পিস, অলিভ ওয়েল ১শত ৩৫ বোতল, তেঁতুল ৩৩ কেজি, সোয়েটার ২ পিস, মোজা ৬পিস, থামি ৭ পিস, ফেন্সী গাউন ১ পিস, মোবাইল ফোন ১টি, টিউব ৫০টি, সিমকার্ড ৩টি।
এছাড়াও প্রসাধনী ৬শত ৪৩টি, সাবান ৬ হাজার ১শত ৪পিস, কার্ভেরী ৬ হাজার ১শত ১৬ প্যাকেট। ভারতীয় গরু ও ছাগল ৯৮টি, জবাইকৃত গরুর মাংস ২ হাজার ১শত ৯০ কেজি। বিভিন্ন ধরনের যানবাহন ৩৯টি সহ বিদেশী ১ হাজার ১শত ৮১ বোতল, ফেন্সিডিল ৫১ বোতল, বিয়ার ১২ বোতল, ইয়াবা ১০ পিস এবং দুই লিটার দেশী মদ।
এসব অভিযান পরিচালনায় ১২ জন আসামীসহ ১৫ কোটি ২৯ লাখ ৯৬ হাজার টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করা কালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক কোন প্রকার আহত ও নিহতের ঘটনা ঘটেনি।
সার্বিক চিত্র তুলে ধরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক সানবীর হাসান মজুমদার জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিন-রাত সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়াও চোরাচালান ও অনুপ্রবেশ রোধকল্পে কঠোরতা অনুসরন করছে। ভবিষ্যতে এ ধারা অব্যহত থাকবে।
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
কুমিল্লায় বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত – ২০
ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবীদের এগিয়ে আসতে হবে- এডভোকেট জসিম উদ্দিন সরকার