March 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 18th, 2025, 6:53 pm

ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সার ও বীজ বিতরণ করেন ।

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা : চলতি অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনার ভাঙ্গুড়ায় তিল ও মুগ ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সোমবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান বলেন, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪০০ কৃষকের মধ্যে ৩০০ জন কৃষককে ১ কেজি তিলের বীজ, ১০০ জন কৃষককে ৫ কেজি মুগ ডালের বীজ, প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার এই কার্যক্রমের উদ্বোধন কেেরন। এ সময় অতিরিক্ত কৃষি অফিসার মো. নাজমুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।