খুলনা, প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, জামায়াতে ইসলামীর শীর্ষ ৫ জন নেতাকে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে। আরও ৬ জন নেতাকে কারাগারে বন্দি রেখে বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করতে বাধ্য করেছে। তিনি বলেন, ৫ আগস্টের পরে জাতি মুক্তি পেয়েছে। জেলখানা থেকে অনেকেই মুক্তি পেয়েছে। কিন্তু আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম মিথ্যা মামলায় এখনো জেলখানায় অমানবিক যন্ত্রণা ভোগ করছেন। অবিলম্বে তাকে মুক্তি দেয়া হোক। আর যেন আইনের মারপ্যাচে তাকে বন্দি করে রাখা না হয়। আমাদের আজহারুল ইসলাম ভাইকে অবিলম্বে আমাদের মাঝে যেন ফিরিয়ে দেওয়া হয়, এই কামনা করি। তিনি বলেন, বিগত জালেম সরকার অনেকের হাত, পা ভেঙ্গে দিয়েছে। চোখ তুলে ফেলেছে। বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে। অনেকের ঘরবাড়ি গুরিয়ে দেওয়া হয়েছে। এই আওয়ামী জাহিলিয়াত আর যেন দেশে ফিরে না আসে। তিনি সম্মানের সাথে স্মরণ করেন ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন ও আহত হয়েছেন তাদেরকে। মহান রাব্বুল আলামীন নিহতদের শহীদ হিসেবে কবুল করুন ও আহতদের দ্রুত সুস্থতা দান করুন। মঙ্গলবার (১৮ মার্চ) খুলনা জেলার কয়রা উপজেলার ২ নং বাঙালি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ষোলহালিয়া মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।বাগালী ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল হামিদের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক শরিফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্যাহ।মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, তাক্বওয়া বা আল্লাহভীতি অর্জন করার জন্য আল্লাহ আমাদের ওপর সিয়ামকে অত্যাবশ্যকীয় বা ফরজ করে দিয়েছেন; তাই এ মুবারক মাসে যথাযথভাবে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করতে হবে। যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শাড়ি লুঙ্গি বা খাদ্যদ্রব্য নয় বরং এমনভাবে যাকাত দেয়া উচিত, যাতে একজন ব্যক্তি স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে পারে। ইসলামী রাষ্ট্র না হওয়ায় সরকারি যাকাত ব্যবস্থাপনায় জনগণের আস্থা নেই, তাই মানুষ সরকারকে যাকাত দিতে চায় না। বিগত ১৫ বছরে তার উপর জুলুম নির্যাতনের বর্ননা দিয়ে আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা চেয়েছিলো তিলে তিলে দাড়ি টুপিওয়ালা মানুষ ও আলেম-উলামাদের শেষ করতে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তা হতে দেননি। অতীতের চাঁদাবাজি, টেন্ডারবাজী জুলুম নির্যাতন দখলদারিত্ব সাধারণ মানুষ যেমন মেনে নেয়নি আগামি নির্বাচনেও জনগণ এরকম কাউকে ক্ষমতায় দেখতে চায়না।
আওয়ামী লীগ দেশে ফিরে আসতে না পারে সে জন্য সকলকে সজাগ থাকতে হবে-মাওলানা আবুল কালাম আজাদ

আরও পড়ুন
মতলব উত্তরে ছাত্রদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগ
রংপুর অঞ্চলের আলু চাষিরা পড়েছেন বিপাকে
দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার