March 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 19th, 2025, 4:31 pm

করজাল বাড়াতে সারাদেশে স্পট অ্যাসেসমেন্ট শুরু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

করদাতার দোরগোড়ায় পৌঁছে দিয়ে করজাল সম্প্রসারণের লক্ষ্যে সারাদেশে নতুনভাবে স্পট অ্যাসেসমেন্ট বা স্থান মূল্যায়ন কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১৯ মার্চ) বিকেলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, যেসব করদাতার করযোগ্য আয় এবং রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে, অথচ আয়কর রিটার্ন দাখিল করছেন না, তাদের ব্যবসাস্থলে উপস্থিত হয়ে সরাসরি সেবাপ্রদান করে সহজে রিটার্ন গ্রহণের জন্য স্পট অ্যাসেসমেন্ট একটি কার্যকরী পদক্ষেপ। এ কার্যক্রম নতুন করদাতাদের স্বতঃস্ফূর্তভাবে আয়কর প্রদানে উৎসাহিত করছে।

এরই মধ্যে দেশের বিভিন্ন কর অঞ্চল এ কার্যক্রম শুরু করেছে। যা ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ জনগণের মধ্যে কর সচেতনতা বৃদ্ধি এবং কর দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান তিনি।

এ কর্মকর্তা আরও বলেন, বর্তমানে কর অঞ্চলগুলো দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে নতুন করে সক্রিয়ভাবে স্পট অ্যাসেসমেন্ট পরিচালনা শুরু করেছে। কর কমিশনাররা নিজ নিজ অধিক্ষেত্রে এ কার্যক্রম তদারকি করছেন এবং নির্ধারিত স্থানে ক্যাম্প স্থাপন করে ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ করদাতাদের সরাসরি অনলাইনে রিটার্ন পূরণে সহায়তা করে আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা করে দিচ্ছেন।

করদাতারা প্রয়োজনীয় পরামর্শ নিয়ে আয়কর সংক্রান্ত জটিলতা নিরসনের সুযোগ পাচ্ছেন জানিয়ে এনবিআরের এই জনসংযোগ কর্মকর্তা বলেন, চলমান স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম সফল করতে দেশের সব ব্যবসায়ী সংগঠন, চেম্বার অব কমার্স, ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তি এবং করদাতাদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য বিনীত আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ কার্যক্রমকে সফল করে চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে বিনিয়োগ অব্যাহত রেখে দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্য নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় অর্থায়নে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখবে। জাতীয় রাজস্ব বোর্ড বিশ্বাস করে যে, এই কার্যক্রমের মাধ্যমে করদাতাদের মধ্যে কর পরিশোধ প্রবণতা বাড়বে এবং কর ব্যবস্থা আরও শক্তিশালী হবে।