অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার ৭৯৩ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৮ লাখ এক হাজার ৩১২ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৪৮ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ এক হাজার ১৬৯ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯৭ হাজার ৯৪৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৪ লাখ ৬৮ হাজার ১২১ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শুক্রবার পর্যন্ত মোট তিন কোটি ৩৮ লাখ ১৩ হাজার ৯০৩ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৪৮ হাজার ৮১৭ জনে।

আরও পড়ুন
মগবাজারে ককটেল বিস্ফোরণ, যুবক নিহত
হাদি হত্যায় অভিযুক্ত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
মস্কোতে আবারও বিস্ফোরণ, দুই পুলিশসহ নিহত ৩