খুলনা, প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা দৌলতপুর শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ), ১৮ রমজান, দৌলতপুর থানা জামায়াতের আমীর মু. মুশাররফ আনসারীর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন আলমগীরের সঞ্চালনায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগরী জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী জামায়াতের সাবেক আমীর এডভোকেট আনছার উদ্দিন, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী শিবির সভাপতি আরাফাত হোসেন মিলন, মহানগরী কর্মপরিষদ সদস্য মিম মিরাজ হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মাহফুজুর রহমান তার বক্তব্যে বলেন, “রমজান মাস আমাদের জন্য বিশেষ রহমত ও বরকতের মাস। এই মাসে আমাদের সবাইকে নিজেদের আত্মশুদ্ধির দিকে মনোযোগ দিতে হবে। ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি হল ন্যায়, সুশাসন এবং সাম্য। জামায়াতে ইসলামী দেশের মানুষের জন্য একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা চাই একটি উন্নত সমাজ, যেখানে সকল মানুষ ন্যায়বিচারের অধিকারী হবে, যেখানে ইসলামিক মূল্যবোধ প্রতিস্থাপিত হবে।”
তিনি আরও বলেন, “আজকের এই ইফতার মাহফিল শুধু আমাদের উপবাস ভাঙার সময় নয়, এটি আমাদের সকলের জন্য একটি আলোকবর্তিকা, যাতে আমরা ইসলামের প্রতি আমাদের অঙ্গীকার পুনঃনির্ধারণ করি। আমাদের উদ্দেশ্য হলো দেশে শান্তি প্রতিষ্ঠা এবং ইসলামী সমাজব্যবস্থা গঠন, যেখানে সকলের অধিকার সুরক্ষিত থাকবে।”
বিশেষ অতিথি এডভোকেট আনছার উদ্দিন তার বক্তব্যে বলেন, “আমরা যখন সঠিক পথে এগিয়ে চলি, তখনই সমাজের উন্নতি হয় এবং মানুষ শান্তিতে থাকে। ইসলামের মূল মর্মবাণী হচ্ছে, ‘মানবতা এবং ন্যায় প্রতিষ্ঠা’, এবং জামায়াতে ইসলামী এই নীতির উপর ভিত্তি করে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে। বিশেষত, এই মাসে আমাদের প্রতিটি কাজে সঠিক উদ্দেশ্য এবং মূল্যবোধ প্রযোজ্য হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “আমরা সবাই জানি যে, দেশের জন্য জামায়াতে ইসলামী অনেক কিছু করছে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে, মানবিক সেবার ক্ষেত্রে, এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে। এই মূহুর্তে আমাদের একত্রিত হয়ে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে হবে। আমাদের প্রতিটি পদক্ষেপ মানুষের কল্যাণে এবং ইসলামের আদর্শে প্রতিষ্ঠিত হতে হবে।”
সভাপতি মু. মুশাররফ আনসারী তার বক্তৃতায় বলেন, “আমরা সকলেই একসাথে যদি ইসলামের আদর্শের পথে চলি, তাহলে আমাদের সমাজে শুধু ন্যায় প্রতিষ্ঠিত হবে না, বরং উন্নতি ও সমৃদ্ধিও আসবে। আমরা আমাদের পরিবার ও সমাজে ইসলামের প্রভাবকে আরও দৃঢ় করতে কাজ করে যাচ্ছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক থানা আমীর মুকাররম বিল্লাহ আনসারী, ইকবাল হোসেন, আব্দুল হাই, আব্দুল জব্বার, আজিজুর রহমান স্বপন, ইমাম মহিতসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও বিএল কলেজ শিবির সভাপতি হযরত আলী, দৌলতপুর দক্ষিণ থানা শিবির সভাপতি কামরুল হাসান, দৌলতপুর উত্তর থানা শিবির সভাপতি আবুল কাশেম, দৌলতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি রফিকুল ইসলামসহ জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এছাড়া, স্থানীয় ইলেকট্রনিক্স মিডিয়া এবং গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
জেলেদের চাল আত্মসাত: অভিযোগের তীর ইউপি প্রশাসক ও দুই বিএনপি নেতার বিরুদ্ধে
শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময়
ঈদকে সামনে রেখে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় কর্মকর্তাদের ছুটি বাতিল