April 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 20th, 2025, 3:30 pm

মৌলভীবাজারে সিনিয়র সাংবাদিক শাহজানের উপর মুখোশ পরা সন্ত্রীদের হামলা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সহ বার্তা সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ এর নিজেস্ব প্রতিবেদক, মো: শাহজাহান মিয়ার উপর মুখোশ পড়া সন্ত্রসীদের হামলায় গুরুতর আহত হয়ে তিনি এখন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল জামে মসজিদে তারাবী নামাজ শেষ করার পর পাশে থাকা ওজু খানার এ ঘটনাটি ঘটে। মারাত্বক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ থেকে তারাবির নামাজ শেষে এম শাহজাহান বের হয়ে পাশের ওজু খানায় যান। ওজু খানার সবদিক লোহার গ্রীল দিয়ে আটকানো থাকলে পূর্বদিকে প্রবেশের গেইট রয়েছে। ওজু খানায় প্রবেশের পর পুর্ব থেকে উৎ পেতে থাকা ১০-১৫জন কিশোর ও যুবক তার পেছন দিয়ে প্রবেশ করে। শাহজাহানকে মুঠোফোনে ভিডিও কলে ছবি দেখে সন্ত্রাসী দুর্বৃত্তরা হামলা চালায়। এসময় তার শাহজানের আর্ত চিৎকারের লোকজন এগিয়ে এলে সন্তা্রসীরা দুরে পালিয়ে যায়। তবে হামলাকারীদের কিশোর গাং মুখে মাস্ক পরা থাকায় তাদের চিনতে পারা যায়নি। তবে কি কারণে এ হামলা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ন্যাক্কারজনক হামলায় মৌলভীবাজারে গণমাধ্যমকর্মীদের ক্ষোভ ও অভিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানানো হয়। এ ঘটনার পর মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো: মাহবুবুর রহমান ও তদন্ত কর্মকতাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাকারীদের গ্রেফতারের চেষ্টা ও অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে ও জানান।

এদিকে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন ও সাবেক জেলা বিএনপির সাধারন সম্পাদক বর্তমান আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন। এছাড়া জেলার বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন।