অনলাইন ডেস্ক :
অভিনেতা মাহমুদ সাজ্জাদ গুরুতর অসুস্থ। এজন্য তাকে ভর্তি করানো হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে তাকে। রোববার দিবাগত রাতে মাহমুদ সাজ্জাদের ভাই ম হামিদ গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহমুদ সাজ্জাদের করোনা রেজাল্ট পজিটিভ আসার পর গত ১ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ম হামিদ বলেন, ‘প্রথম দিকে তার অবস্থা স্বাভাবিক ছিল। তবে অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। এরপর অবশ্য কভিড-১৯ নেগেটিভ আসে। কিন্তু তার শারীরিক জটিলতা কাটেনি। তাই পুনরায় আইসিইউতে নেওয়া হয়েছে তাকে।’ বড় ভাই মাহমুদ সাজ্জাদের সুস্থতার জন্য দেশবাসী ও সংস্কৃতি অঙ্গনের মানুষদের কাছে দোয়া চেয়েছেন ম হামিদ। উল্লেখ্য, মাহমুদ সাজ্জাদ বিশ্ববিদ্যালয়জীবন থেকেই নাট্যচক্রের সঙ্গে জড়িত। এই দলের হয়ে অভিনয় করেছেন লেট দেয়ার বি লাইট, স্পার্টাকাস, জনক প্রভৃতি নাটকে। পাশাপাশি অভিনয় করেছেন অসংখ্য টিভি নাটকে। তার মিষ্টি হাসি আর সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করেছে। তিনি অভিনয় করেছেন জহির রায়হান পরিচালিত ‘সংসার’, খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’, আজিজ আজহারের ‘চোখের জলে’র মতো সিনেমায়।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত