পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার ) প্রতিনিধি: “বন বনানী সংরক্ষণ, খাদ্যের জন্য প্রয়োজন” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে রবিবার (২৩ মার্চ) লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্প প্রাঙ্গনে জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনা বেগমের সভাপতিত্বে ও মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খাঁন এর সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় বন কর্মকর্তা বলেছেন, পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হলে আমাদের বনকে রক্ষা করতে হবে। শুধুমাত্র যে বন বিভাগ বন রক্ষা করবে তা নয়, বন বিভাগের পাশাপাশি বন সংলগ্ন এলাকার মানুষকে বন রক্ষায় সচেতন হতে হবে। কারণ বন ধ্বংস হলে প্রাণ -প্রানীকূল বাঁচবেনা অক্সিজেনের ঘাটতি দেখা দিতে। বন যে শুধু আমাদের অক্সিজেন দেয় তা কিন্তু নয় প্রাকৃতিক খাদ্যেরও জোগান দেয়।তাই আমরা আমাদের নিজেদের স্বার্থে, এলাকার স্বার্থে এবং দেশের স্বার্থে আমরা বনকে রক্ষা করবো।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম, ট্যাুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ কামরুল হাসান চৌধুরী,বৃহত্তর সিলেট আধিবাসী ফোরামের কো চেয়ারপার্সন জিডিসন প্রধান সুচিয়াং, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সিএমসি কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা, লাউয়াছড়া পুঞ্জি প্রধান ফিলা পত্নী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিল্লাদ আলী ও সিপিজি সদস্য বাবুল মিয়া প্রমূখ।
এসময় বন বিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা, সাংবাদিক, সিএমসি’র সদস্য ও সিপিজি’র সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ২৬ ফেব্রুয়ারি হতে মাসব্যাপী গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় উদ্যান এলাকা সংলগ্ন বটতলায় গাছে পেরেক দিয়ে লাগানো বিলবোর্ড অপসারণ করা হয়।
আরও পড়ুন
জেলেদের চাল আত্মসাত: অভিযোগের তীর ইউপি প্রশাসক ও দুই বিএনপি নেতার বিরুদ্ধে
শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময়
ঈদকে সামনে রেখে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় কর্মকর্তাদের ছুটি বাতিল