সংবাদদাতা, মাহামুদুল হাসান রাসেল: দেশের যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
সম্প্রতি সংগঠনের সাধারণ পরিষদের ৩০ তম সভায় বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়াকে চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিনকে ভাইস চেয়ারম্যান, সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মোজাম্মেল হক চৌধুরীকে মহাসচিব, ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সৈয়দ আহমদকে সাংগঠনিক সম্পাদক, তরুণ উদ্যোক্তা তাওহিদুল হক লিটনকে যুগ্ম মহাসচিব করে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন তরুণ সংগঠক মাহমুদুল হাসান রাসেল অর্থ সম্পাদক, মোহাম্মদ আলাউদ্দিন মাসুদ প্রচার সম্পাদক, শিক্ষাবিদ অধ্যক্ষ রিজু আকতার চৌধুরী দপ্তর সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আরিফ, অধ্যক্ষ রফিকা আফরোজ, বীমাব্যক্তিত্ব ইয়াসমিন আকতার সীমাকে এই কমিটির সদস্য করা হয়েছে।
আরও পড়ুন
আমরা এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে পাইনি : মির্জা ফখরুল
ফরহাদপত্নী মোনালিসাকে গ্রেপ্তার দেখাতে আদালতের নির্দেশ
৮ এপ্রিলের মধ্যে ঢাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ