April 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 7th, 2025, 12:49 pm

জয়পুরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রডের আঘাতে হোটেল শ্রমিক নিহত, আটক ১ 

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রডের আঘাতে জাহিদ হাসান (৪৫) নামে এক  হোটেল শ্রমিক নিহত হয়েছে।  রবিবার সকালে  নতুনহাট এলাকায়  কুসুম সুইটস  হোটেলে এ ঘটনা ঘটে। এঘটনায় শাহিন নামের অপর এক  হোটেল শ্রমিক কে আটক করেছে পুলিশ।
নিহত জাহিদ হাসান  ফরিদপুরের নগরকান্দা থানার রামগঞ্জ গ্রামের ইসাহাক মোল্লার ছেলে।
আটক শাহিন (১৯) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রায়পুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আলম জানান, জাহিদ ও শাহিন দুজনেই কুসুম সুইটস  হোটেলের শ্রমিক ছিলেন। হোটেল চলাকালে হোটেল শ্রমিক জাহিদ  সাথে পরটা ভাজা নিয়ে অপর শ্রমিক শাহিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহিন তার মাথায় পরটা ভাজা লোহাররড  দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়ে জাহিদ লুটিয়ে পড়েন। পরে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে  নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় বিকেলে বগুড়ার শজিমেক হাসপাতালে নেয়ার পথে সে মারা যাম। জাহিদকে হত্যার অভিযোগে পুলিশ হোটেল শ্রমিক শাহিনকে  আটক করেছে।