অনলাইন ডেস্ক :
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গত রোববার সকাল ছয়টা থেকে সোমবার (৪ঠা অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় গ্রেপ্তারদের কাছ থেকে ১৪ হাজার ৫১ ইয়াবা, ২৯৬ গ্রাম হেরোইন, ২০টি ইনজেকশন, ৩৭ কেজি পুরিয়া গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন
সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের পরিচয় শনাক্ত
নারী সাংবাদিককে হেনস্তা: গ্রেপ্তার তিন আসামি কারাগারে