Tuesday, April 8th, 2025, 1:53 pm

প্রধান উপদেষ্টার সঙ্গে চীনা বিনিয়োগকারী প্রতিনিধিদলের বৈঠক

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন চীনা বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর দ্বিতীয় দিন মঙ্গলবার (৮ এপ্রিল) চীনা বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে চীনা বিনিয়োগকারী প্রতিনিধিদলের বৈঠকপ্রতিনিধিদলের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডওয়্যার হোল্ডিংস লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পলিন এনগান। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।