দুর্নীতির অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। বুধবার (৯ এপ্রিল) দুপুরে দুদক কার্যালয় থেকে বের হন তারা।
এনসিপির দুই নেতা দুদকে গিয়েছেন জানতে পেরে বাইরে অপেক্ষা করতে থাকেন গণমাধ্যমকর্মীরা। বের হয়ে তারা কথা বলেন।
তবে, তেমন কিছুই খোলাসা করেননি দুজন। কোনো ব্যক্তি নাকি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ, এমন প্রশ্নও এড়িয়ে যান দুজন।
হাসনাত বলেন, কিছু অভিযোগ ছিল আমাদের। সেগুলো লিখিত আকারে দেয়া হয়েছে। যেহেতু কনফিডেনশিয়াল (গোপন), তাই এর বেশি কিছু বলা যাচ্ছে না।
পরে সারজিস বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এখন আমরা সেটি প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি।
আরও পড়ুন
বার্ন ইনস্টিটিউটে দগ্ধ ৫ জনের অবস্থা সংকটাপন্ন
নতুন সংবিধানের জন্য রাজপথে নেমেছি: নাহিদ ইসলাম
শাহজালাল বিমানবন্দরে যাত্রীর স্বজনদের প্রবেশ সীমিত করল কর্তৃপক্ষ