April 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 10th, 2025, 1:08 pm

গাজায় সাংবাদিকসহ গণহত্যা বন্ধের দাবিতে রংপুরে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

রংপুর ব্যুরো: ফিলিস্তিনের গাজায় সাংবাদিকসহ গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রংপুরের গণমাধ্যম কর্মীরা।গতকাল লবুধবার (৯ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত সাংবাদিক সমাজ রংপুর।

মানববন্ধন থেকে গাজায় সাংবাদিক, শিশুসহ গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানানো হয়। রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াতক আলী বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন রংপুর সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক,  সিনিয়র সাংবাদিক মাহবুব রহমান, সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন রংপুরের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল  মান্নান, সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, সাংবাদিক রেজাউল ইসলাম মানিক, রিপোর্টাস ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের রংপুর, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টিসিএ রংপুরের আহবায়ক আলী হায়দার রনি, রিপোর্টাস ইউনিটি রংপুরের সভাপতি শরিফা বেগম শিউলি, জাকির হোসাইনসহ অন্যান্য সাংবাদিক। সঞ্চালনা করেন সাংবাদিক ফখরুল শাহীন।

রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াতক আলী বাদল বলেন, গাজায় নির্বিচারে সাংবাদিক, শিশুসহ গণহত্যা চালানো হচ্ছে। আমাদের দেশ এই গণহত্যার প্রতিবাদ জানিয়ে আসছে দীর্ঘবছর ধরে। আজকে রংপুরের সাংবাদিকসমাজও এই গণহত্যার প্রতিবাদে মাঠে নেমেছে। আমরা চাই এই গণহত্যা বন্ধে বিশ্ববাসী এক হয়ে পদক্ষেপ গ্রহণ  করুক এবং সর্বোচ্চ মানবধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক আইনে ইসরাইলকে  বিচারের মুখোমুখি দাড় করাতে হবে।