টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পানিতে পড়ে শিক্ষক দম্পতির ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আবদুল্লাহ উপজেলার কালমেঘা গ্রামের স্কুল শিক্ষক মো. দেলোয়ার হোসেন ও মাদ্রাসার সহকারী শিক্ষকা আছিয়া আক্তার শিক্ষক দম্পতির ছেলে।
বুধবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নলুয়া মাদ্রাসা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নলুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম জানান, নিহত আবদুল্লাহ ওই মাদ্রাসার সহকারী শিক্ষিকা আছিয়া আক্তারের একমাত্র সন্তান। বুধবার সকালে আছিয়া তার সন্তানকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় আসেন।
ক্লাস নেওয়ার সময় আবদুল্লাহ বাইরে খেলা করছিল। ক্লাস শেষে ছেলেকে না পেয়ে আছিয়া আক্তার খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তিনি মাদ্রাসার পেছনের পুকুরে আবদুল্লাহর পায়ের জুতা ভাসতে দেখে চিৎকার করলে অন্যান্য শিক্ষক-কর্মচারীরা এগিয়ে আসেন। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই এলাকার সবার মধ্যে শোকের ছায়া নেমে আসে। একমাত্র ছেলের এমন অকাল মৃত্যুতে আবদুল্লাহর মা-বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। অকালে ঝড়ে যাওয়া ছোট্ট ফুটফুটে ফুলটির জন্য পরিবারের সবাই গুমড়ে কাঁদছে।
আরও পড়ুন
রংপুরে বিনার আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় চলন্ত ট্রেন আটকে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ
কমলগঞ্জে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি