এস এ শফি, সিলেট: সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত আলী আহমদ (৩৬)। তিনি মোগলাবাজার থানাধীন দাউদপুর ইউনিয়নের ইনাত আলীপুর গ্রামের মৃত আঞ্জব আলীর ছেলে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের রেঙ্গা মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায় , আলী আহমদ মোটরসাইকেলযোগে সিলেটের মোগলাবাজারের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে রেঙ্গা মাদরাসার সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা সিলেটগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে মোগালবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বাসের চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান।
আরও পড়ুন
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা
যৌন নির্যাতনের কারণে নিখোঁজের ২১ দিন পর কিশোরী রিতু পিবিআই হেফাজতে