গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগের দু-নেতাকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক দু-নেতা হলেন- রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ও উপজেলার বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মানিক।
পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে গঙ্গাচড়া বাজার থেকে বুলবুল আহমেদকে এবং বেতগাড়ী বাজার থেকে আখতারুজ্জামান মানিককে রাত ১০টার দিকে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ আটক করে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের এ দুই নেতাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুরোনো কোনো মামলা নেই। তবে তাদের বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারার অভিযোগ আছে।

আরও পড়ুন
সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার