গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া ও লক্ষীটারী ইউনিয়নে লটারিতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর উপকারভোগী নির্বাচন করা হয়েছে। রোববার লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত লটারির মাধ্যমে ২’শ ৪৭ জন উপকারভোগী (শ্রমিক) নির্বাচিত করা হয়। এছাড়া গঙ্গাচড়া ইউনিয়নে ১৩’শ আবেদনের মধ্যে লটারির মাধ্যমে ৩’শ ২১ জন নির্বাচিত করা হয়।
এ সময় গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, ইউপি প্রশাসনিক কর্মকর্তাসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী’র সভাপতিত্বে অনুষ্ঠানে লক্ষীটারী ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী আতাউর রহমান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, সকল ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
খুলনা বিএল কলেজে পরীক্ষার প্রশ্নে ‘ধানমন্ডি ৩২’ ও ‘শেখ মুজিব’, প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ
উম্মুক্ত হলো পাইকগাছার নাছিরপুর খাল ; মাছ ধরার উৎসবে জনতার ঢল