July 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 14th, 2025, 2:29 pm

জয়পুরহাটে এজেন্ট ব্যাংকের অর্থ আত্মসাৎ এর প্রতিবাদে মানববন্ধন 

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ইসলামী এজেন্ট ব্যাংক গ্রাহকদের ৪ কোটি টাকা আত্মসাৎ করার প্রতিবাদে এবং টাকা ফেরতের দাবীতে মানববন্ধন করেছে বিভিন্ন হিসাবের গ্রাহকরা। রবিবার দুপুরে জয়পুরহাট শহরের ইসলামি ব্যাংক জেলা শাখার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে ভুক্তভোগীরা বিক্ষোভ মিছিল নিয়ে গ্রাহক ও তাদের পরিবারের সদস্যরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
মানববন্ধনে এজেন্ট ব্যাংকিং, ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর আক্কেলপুর শাখার মালিক জাহিদুল ইসলাম আঞ্জু, ক্যাশিয়ার মাসুদ রানা ও ইনচার্জ রিজওয়ানা ফারজানা (সিমা) যোগসাজশে প্রায় ৪ কোটি টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ করা হয়। টাকা ফেরত এবং আত্মসাৎকারীদের শাস্তির দাবি জানিয়েছেন গ্রাহকরা।
এসময় বক্তব্য রাখেন, আক্কেলপুর হাইটেক কিন্টার গার্ডেনের প্রধান শিক্ষক আব্দুস সালাম, দারুল কোরআন মাদ্রাসার মহতামিম মুফতি ফিরোজ আহমদ, মাদ্রাসার শিক্ষা সচিব আব্দুল মান্নান ও সিনিয়র মাদ্রাসার প্রভাষক জামাল উদ্দীন।
গ্রাহকের টাকা  আত্মসাৎতের ঘটনায় মামলা হলে পুলিশ ওই শাখার মালিকসহ তিনজনকে আটক করলেও একদিন পরেই তারা আদালত থেকে জামিন পেয়ে যান। এ অবস্থায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন গ্রাহকরা। তাই অবিলম্বে আমানতের টাকা ফেরত চান তারা। এখন পর্যন্ত ব্যাংকের এজেন্ট শাখার কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে, গ্রাহকের টাকা ফেরত দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে  ইসলামী ব্যাংক কাজ করছে বলে জানিয়েছেন জয়পুরহাট শাখার এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান।