April 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 15th, 2025, 2:05 pm

ক্রিকেট বোর্ডে অভিযান চালাচ্ছে দুদক

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ডিপিএলসহ একাধিক সিরিজের টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতিসহ একাধিক অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় এই অভিযান শুরু হয়। দুদকের ঢাকা কার্যালয় থেকে তিন সদস্যের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করছেন।

জানা গেছে, নিরাপত্তাকর্মীসহ সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে কালোবাজারির মাধ্যমে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। নানান আরও বেশকিছু অভিযোগে অভিযান চালাচ্ছে দুদক।