মাসুম বিল্লাহ ইমরান, খুলনা: বাংলা নববর্ষ ১৪৩২- উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। নানা আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে নববর্ষের আনন্দ। যা সবার মধ্যে তৈরি করেছিল এক উৎসবের আবহ।
সোমবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ একটি বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে শোভাযাত্রাটি পাখির মোড় অতিক্রম করে ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
পরে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় নববর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। এ সময় উপাচার্য বলেন, বাঙালির চিরায়ত ঐতিহ্যে পহেলা বৈশাখ এক বিশেষ স্থান অধিকার করে আছে। এটি শুধু একটি নতুন বছরের শুরু নয়, বরং এটি বাংলাদেশের বাঙালিসহ আপামর জনগোষ্ঠীর সম্প্রীতির দিন, মহামিলনের দিন। আবহমান কাল ধরে এই দিনে ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সবাই জেগে ওঠে নবপ্রাণ স্পন্দনে ও নব-অঙ্গীকারে। চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এই নববর্ষ আমাদের বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ার প্রেরণা যোগায়। আসুন, এই বাংলা নববর্ষে আমাদের অঙ্গীকার হোক একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এছাড়া আরও বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান
পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে নানান আয়োজন ও কার্যক্রমের মাধ্যমে পুরো ক্যাম্পাস হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন। নানা কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আনন্দ ছড়িয়ে দেয়, ফলে পুরো ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর ও রঙিন পরিবেশ।
আরও পড়ুন
খুলনা ওয়াসাতে চলছে এখনও ফ্যাসিবাদী রাজনীতি গ্রাহক সেবা থেকে বঞ্ছিত নগরবাসী
তালা ভাঙলেন শিক্ষার্থীরা
বেরোবিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা সনদ ও চেক হস্তান্তর