April 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 15th, 2025, 2:50 pm

‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত তারকারা

নিজস্ব প্রতিবেদক

আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনয়শিল্পী গুলশান আরা আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোবিজে শোকের ছায়া নেমে এসেছে।

গুলশান আরার মৃত্যুর খবর শোনার পর তার সহকর্মীরা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। কেউ কেউ তাদের ফেসবুকে শোক প্রকাশ করে পোস্ট দিয়েছেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর এ অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে লিখেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। গুলশান আরা আহমেদ আপা, একজন ভালো মানুষ, ভালো অভিনেত্রী। আজ সকাল ৬টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।

jagonews24বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান শোক প্রকাশ করে তার ফেসবুক পোস্ট লিখেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। গুলশান আরা আহমেদ আপা, একজন ভালো মানুষ, ভালো অভিনেত্রী, কত স্মৃতি আপনার সাথে আপা। আজ সকালে আপা ইন্তেকাল করেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।

‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা কাজল আরেফিন অমি তার ফেসবুক পোস্টে লিখেছেন লিখেছেন, আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকালে ইন্তেকাল করেছেন। ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহপাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তার ফেসবুকে লিখেছেন, আমাদের প্রিয় গুলশান আরা আহমেদ আপা, একজন গুণী অভিনেত্রী ও অসাধারণ মানুষ ছিলেন। তিনি আজ সকালে ইন্তেকাল করেছেন। এই অপূরণীয় শোকের মুহূর্তে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন, আমিন।

এ প্রজন্মের অভিনেত্রী ইমু শিকদার তার সোশ্যাল মিডিয়ায় গুলশান আরা আহমেদের ছবি সম্বলিত পোস্টার পোস্ট করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, আমাদের সহশিল্পী খুব হাসিখুশি ভালো মানুষ ছিলেন। আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক।

অভিনেত্রী নাহিদা আশরাফ আন্না শুটিংয়ের একটি ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, গুলশান আরা পপি আন্টির সাথে অনেক কাজ করেছি সত্যি খবরটা কষ্টদায়ক। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুণ আমিন।

‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত তারকারাগুলশান আরা ‘হৃদয়ের কথা’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টে কাবিলার (জিয়াউল পলাশ) মা ‘পলি চেয়ারম্যান’ চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছে পরিচিতি পান।

২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার। তাকে প্রথম দেখা যায় এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ সিনেমায়।