April 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 15th, 2025, 3:46 pm

বিশ্বকাপ খেলতে জ্যোতিদের সামনে যে সমীকরণ

বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

পাকিস্তানে চলছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। আর সেখানে এক অদ্ভুত সমীকরণের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিপক্ষ স্কটল্যান্ডকে হারালেই অনেকটাই নিশ্চিত হয়ে যাবে নারী বিশ্বকাপের টিকিট। তবে হঠাৎ বদলে যাওয়া পয়েন্ট টেবিলে এই লড়াইয়েও জমেছে বাড়তি উত্তেজনা।

জ্যোতি-রিতুদের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইটা কঠিন করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই দলটির বিপক্ষে সিরিজ হেরে বিশ্বকাপের মূল মঞ্চে সরাসরি ওঠা হয়নি বাংলাদেশের। তবে ভাগ্যের এক অদ্ভুত খেলায় এবার বাছাইপর্বেই সেই উইন্ডিজকেই পেয়ে গেছে টাইগ্রেসরা।

কিন্তু হাওয়া বদলের বড় কাজটা করে দিয়েছে স্বাগতিক পাকিস্তান। স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর, পাকিস্তানের মেয়েদের কাছেও পরাজিত হয়েছে ক্যারিবিয়ানরা। লো-স্কোরিং এই ম্যাচে দুর্দান্ত খেলেছেন সিদরা আমিন আর ফাতিমা সানা। তাদের পারফরম্যান্সে পাকিস্তান জিতেছে ৬৫ রানে।

ফলে বিশ্বকাপের পথ অনেকটাই পরিষ্কার হয়েছে বাংলাদেশের সামনে। আজ স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলে ৮ পয়েন্ট নিয়ে এগিয়ে যাবে জ্যোতির দল। তখন বাকি থাকবে দুই ম্যাচ — পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেখান থেকে মাত্র ১ জয় পেলেই নিশ্চিত হবে বিশ্বকাপ।
তবে যদি আজ স্কটল্যান্ডের কাছে হেরে বসে বাংলাদেশ, তখন পরের দুই ম্যাচে জয় ছাড়া কোনো উপায় থাকবে না। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে স্কটল্যান্ডের পারফরম্যান্সের দিকেও।

বাংলাদেশের বিশ্বকাপ সমীকরণ:

স্কটল্যান্ডকে হারালে — পরের দুই ম্যাচে ১ জয়েই হবে।
স্কটল্যান্ডের কাছে হারলে — দুই ম্যাচেই জিততে হবে, সঙ্গে স্কটল্যান্ডের হার কামনা করতে হবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার হবে আইসিসির ওয়েবসাইটে।

টাইগ্রেসদের স্বপ্নপূরণের এই লড়াইয়ে আজকের ম্যাচই হতে পারে টুর্নামেন্টের মোড় ঘুরিয়ে দেওয়ার দিন।