April 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 17th, 2025, 11:06 am

কমলগঞ্জে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের করিমবাজার এলাকায় বুধবার দিবাগত রাত ৩টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডে ইমা ভেরাইটিজ, বিসমিল্লাহ ভেরাইটিজ, ভাই ভাই ইলেকট্রনিক্স, লাকি স্টোর, বিসমিল্লাহ স্টোর ও শরীফ স্টোর এর দোকানের সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তারা জানান ফায়ার সার্ভিস পৌঁছার আগেই দোকানগুলো পুড়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী হানিফ আহমদ জানান, ‘করিমগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ঘটনায় ৬ দোকানের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়। মুহুর্তেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় দোকানগুলোর ভেতরে থাকা মালামাল ও মূল্যবান সামগ্রী কিছুই আর রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস দেরিতে ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি। প্রশাসনের কাছে অনুরোধ করছি তাদের সহযোগিতার করার জন্য।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়েজ আহমদ জানান, ‘প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকান্ডে আনুমানিক ১৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সুত্রপাত এখনো জানা যায়নি।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন, ‘আমরা আগুনের পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।’