ট্যানারী শ্রমিকদের সরকার ঘোষিত মজুরি কার্যকর কারার দাবীতে শনিবার সাভারের হেমায়েতপুর চামড়া শিল্প নগরীতে ট্যানারী শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছে। ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে ও ইউনিয়নের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টার সময় ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের অফিসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে বিভিন্ন কারখানা থেকে শতশত ট্যানারী নারী ও পুরুষ শ্রমিকরা খন্ডখন্ড মিছিল নিয়ে সমাবেশে একত্রিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২০২৪ সালের ২১ নভেম্বর ট্যানারী শিল্পের শ্রমিকদের জন্য গ্রেট-১, ৩৪,১৬৮/,গ্রেট-২,২৮,৩৮৮/,গ্রেট-৩, ২৪,০০২/,গ্রেট-৪,২০,৯৯৩/ ও গ্রেড-৫, ১৮০০১ /
পাঁচটি গ্রেডে ন্যূনতম মজুরি ঘোষণা করে গেজেট প্রকাশ করে, যা অবিলম্বে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু মালিক পক্ষ সরকারের নির্দেশনা অমান্য করে নতুন মজুরি কাঠামো কার্যকর করেনি।
সমাবেশে ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন- বর্তমান অন্তবর্তী সরকারের সময় মালিক-শ্রমিক ও সরকারের ঐক্যমতের ভিত্তিতে ট্যানারী শিল্পের জন্য সর্বনিম্ন বেতন ১৮০০১ টাকাসহ মোট ৫টি গ্রেড নির্ধারন করা হয়। যা ২০২৪ সালের ২১ নভেম্বর থেকে সরকার মালিক পক্ষ কে চিঠি দিয়ে কার্যকর করার জন্য বললেও আজ পর্যন্ত মালিক পক্ষ তা কার্যকর করেন নি। তিনি বলেন-জুলাই বিপ্লবের মূল স্লোগান ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যের সবচেয়ে বেশী শিকার শ্রমিকরা। আগেও আমরা পাই নাই। এ সময়ে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে যারা এখন ক্ষমতায় আসছেন,তাদের কাছে আমাদের অনুরোধ আপনাদের করা আইন, আপদানের দেয়া আইন যারা অমান্য করছে, যারা আমরা বেশী বৈষম্যের শিকার তারা মাঠে নেমে এসেছি,তারা যদি কোন সিদ্ধান্ত নিয়ে এলাকায় কাজ বন্ধ করে দেন, তাহলে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন এবং শ্রমিকদের দায়ী করা যাবে না। এ সময় সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মালেক ও শ্রমিক নেতা কে এম লেয়াকত হোসেনসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ট্যানারীর শ্রমিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
দুপুর ১টার সময় সমাবেশ থেকে ২১ এপ্রিল সোমবার থেকে ২৪ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত ট্যানারী শ্রমিকরা জেনারেল উিউটির বাহিরে অতিরিক্ত কোন কাজ করবে বলে কর্মসূচ ঘোষনার মধ্য দিয়ে সমাবেশ শেষ করেন।
আরও পড়ুন
১৬ বছর জামায়াতের নেতাকর্মীদের ওপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে- অধ্যাপক মাহফুজুর রহমান
আশুলিয়ায় আধিপত্য বিস্তারে ফাঁকা গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ১
সাভারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত