April 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 19th, 2025, 8:09 pm

খুবিতে ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষারমধ্য দিয়ে শেষ হলো দু’দিনব্যাপী ভর্তিযুদ্ধ

 

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা একযোগে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র এবং দুইটি বহিঃকেন্দ্র- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

‘বি’ ইউনিটে খুলনা বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় কেন্দ্রগুলোতে মোট ৭ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬ হাজার ৩১৬ জন। ঢাবি কেন্দ্রে ১৩ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ৩৬৬ জন এবং রুয়েট কেন্দ্রে ৬ হাজার ৩৮৯ জনের মধ্যে ৪ হাজার ৫৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

অপরদিকে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও রুয়েট কেন্দ্রেও। এই ইউনিটে খুলনা বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় কেন্দ্রগুলোতে মোট ৯ হাজার ৬৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৫২৬ জন। ঢাবি কেন্দ্রে ১৯ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১১ হাজার ৭৮০ জন এবং রুয়েট কেন্দ্রে ৭ হাজার ৯৫০ জনের মধ্যে ৫ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। এছাড়া স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য বিশেষ ড্রইং পরীক্ষায় খুলনা কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৫০২, ঢাকা কেন্দ্রে ২  হাজার ৩৯ এবং রাজশাহী কেন্দ্রে ৫১৩ জন।

পরীক্ষাকালীন সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় কেন্দ্রগুলোর কন্ট্রোল রুম ও পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তাঁরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় দায়িত্বরত ইউনিট প্রধানসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

পরীক্ষা শুরুর পর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উপস্থিত অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জানান, পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবার প্রথমবারের মতো খুলনার পাশাপাশি ঢাকা ও রাজশাহীতেও ভর্তি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্রামের ব্যবস্থা করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতিকে অম্লান রাখতে স্থাপন করা হয়েছে ‘মুগ্ধ পানি কর্নার’। উপাচার্যের এই উদ্যোগকে উপস্থিত অভিভাবকরা সাধুবাদ জানান এবং ঢাকাসহ বহিঃকেন্দ্রে পরীক্ষা আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত শিক্ষকমণ্ডলী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বহিঃকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়সমূহ- ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- এবং উপকেন্দ্র সরকারি মহিলা কলেজ, কেসিসি উইমেন্স কলেজ, রেভারেন্ড পলস্ হাই স্কুল, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট ও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি), জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও এলাকাবাসীসহ সকল মহলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।