April 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 19th, 2025, 8:20 pm

রংপুরে ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের ৪ দিনব্যাপি গ্রাম আদালত বিষয়ক আবাসিক প্রশিক্ষণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, বাংলাদেশ সরকার এবং ইউএনডিপির আর্থিক ও গারিগরি সহযোগীতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার কর্তৃক বাস্তবায়িত বাংলদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য়) পর্যায় প্রকল্প এর আওতায় রংপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গ্রাম আদালত বিষয়ক হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর/ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণের ৪ দিনব্যাপি আবাসিক প্রশিক্ষণ রংপুরের সিও বাজারে ইএসডিও সিলভার জুবিলি ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, রংপুর বিভাগের পরিচালক (যুগ্নসচিব) জনাব মো: আবু জাফর।
ইএসডিও’র প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন স্বপ্ন-২ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: আইয়ুব হোসেন সুজন। স্থানীয় সরকার, রংপুর জেলার উপপরিচালক জনাব মো: ময়নুল ইসলাম এর সভাপতিত্বে প্রশিক্ষণের শুভ উদ্বোধনী পর্ব সম্প্ন্ন হয়।
প্রথম দিবসে সেশন পরিচালনা করেন ‍উপপরিচালক স্থানীয় সরকার, উপপরিচালক সমাজসেবা, অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা ম্যানজার গ্রাম আদালত সক্রিয়রণ (৩য়) পর্যায় প্রকল্প, রংপুর। ইএসডিও এভিসিবি (৩য়) পর্যায় প্রকল্পের ফোকার পার্সন জনাব মো: তোফাজ্জল হোসেন উপস্থিত থেকে গ্রাম আদালত সক্রিয়করণের দিক নির্দেশনা প্রদান করেন এবং গ্রাম আদালতের সুবিধাদি নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন মো: মাসুদ রানা জেলা ম্যানজার গ্রাম আদালত সক্রিয়রণ (৩য়) পর্যায় প্রকল্প, রংপুর।