April 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 22nd, 2025, 1:05 pm

এলো ফার্স্টলুক, কবে মুক্তি পাবে রানির নতুন সিনেমা

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি আবারও ফিরছেন বড় পর্দায়। এরইমধ্যে তিনি হিন্দি সিনেমার সবচেয়ে জনপ্রিয় নারী পুলিশ ফ্র্যাঞ্চাইজির দুটি কিস্তিতে অভিনয় করে বাজিমাত করেছেন। এবার আসতে চলেছে এর তৃতীয় কিস্তি ‘মারদানি ৩’। নতুন ধামাকা নিয়ে ফিরবে চরিত্রটি।

যশরাজ ফিল্মস ঘোষণা করেছে, আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি হলির ঠিক আগেই মুক্তি পাবে ‘মারদানি ৩’।

এই থ্রিলারধর্মী ছবিতে আবারও সাহসী পুলিশ অফিসার শিবানি শিবাজি রায় চরিত্রে ফিরবেন রানি মুখার্জি। প্রকাশিত হয়েছে তার ফার্স্ট লুক। যা ইতোমধ্যেই আলোড়ন ফেলেছে ভক্তদের মধ্যে।

ছবিটি পরিচালনা করছেন অভিরাজ মিনাওয়ালা। ছবির একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্সের শুটিং চলছে এখন যশরাজের স্টুডিওতে। এর আগে ‘মারদানি’ সিরিজে মানব পাচার ও সিরিয়াল ধর্ষকের বিরুদ্ধে রানির তীক্ষ্ণ লড়াই দেখা গেছে। এবারও একটি অন্ধকার, ভয়াবহ ও সামাজিকভাবে প্রাসঙ্গিক বিষয় নিয়েই ফিরছে মারদানি ফ্র্যাঞ্চাইজি।

যশরাজ ফিল্মসের মতে, এই সিনেমাটি হবে ‘ভালোর সঙ্গে অশুভ শক্তির রক্তাক্ত লড়াই’-এর প্রতীক। সেজন্যই হলির মতো সময়কে এর মুক্তির জন্য বেছে নেওয়া হয়েছে।