April 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 24th, 2025, 11:09 am

সাভারে দায়িত্ব হারালেন কেন্দ্র সচিব, ৭ শিক্ষক বহিষ্কার

এস এম মনিরুল ইসলাম, সাভার: ঢাকার সাভারে এসএসসি পরীক্ষার সময় বোর্ডের নিয়ম ভেঙে স্মার্টফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় সাতজন শিক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি দায়িত্ব পালনে গাফিলতির কারণে কেন্দ্র সচিবকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার এসএসসির গণিত পরীক্ষা চলাকালে সাভার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই অনিয়ম ধরা পড়ে। কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিষয়টি সরেজমিনে শনাক্ত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার।

ইউএনও মো. আবু বকর সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষাকেন্দ্রে পর্যবেক্ষক ও সংশ্লিষ্ট কেউ স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। অথচ নির্দেশনা অমান্য করে কেন্দ্রের মধ্যে স্মার্টফোন বহন করায় সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের চুক্তিভিত্তিক সহকারী শিক্ষক এনাম আহম্মেদ ও আনিছ মোমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক তমাল হোসেনকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।

এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে আরও পাঁচজন শিক্ষক-বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল মাহমুদ, গোপালবাড়ী নবীন প্রগতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক কামরুন্নাহার রুমি, বাড্ডা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক নুপুর মল্লিক ও রাশিদা বেগমকেও বহিষ্কারের আওতায় আনা হয়।

একইসঙ্গে দায়িত্ব পালনে গাফিলতির জন্য সাভার উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র-২ এর কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম রফিকুজ্জামানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থানে নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ারা আক্তার।

ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে সদ্য অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্র সচিব এসএম রফিকুজ্জামান বলেন, ‘ইউএনও স্যার পরিদর্শনে এসে কয়েকজন শিক্ষক ও পর্যবেক্ষকের কাছে স্মার্টফোন পান। আমি তাদের বারবার নিষেধ করেছিলাম, কিন্তু তারা শোনেননি। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার বলেন, ‘পরীক্ষা চলাকালে মোবাইল নিয়ে প্রবেশ ও দায়িত্বে অবহেলার কারণে অভিযুক্ত শিক্ষকদের পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। তারা ভবিষ্যতে আর কোনো এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না। কেন্দ্র সচিবকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ধরনের অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না।’