April 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 24th, 2025, 11:37 am

রংপুরে  ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

রংপুর ব্যুরো: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্টপোষকতায় ও রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে  রংপুরে  ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতা (২০২৪-২৫) এর উদ্বোধন করা হয়। বুধবার সকাল ৯টায় রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে  ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয়  কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি।

অনুষ্ঠানে  রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজদি আলী বিপিএম,  রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা, ক্রিকেট খেলা উপ কমিটির ভেনু ম্যানেজার মোঃ রুবায়েত হোসেন খান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন লিটন পারভেজ মান্না। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন খুলনা ডিভিশন বনাম ঢাকা ডিভিশন সাউথ।