April 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 24th, 2025, 3:20 pm

পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

 

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে নাটোরের সিংড়া থানা-পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) সিংড়া থানার এসআই আবুল কালাম আজাদ মামলাটি করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত প্রদান করা সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু বেঁধে দেওয়া সময় পার হলেও পলকের হেফাজতে থাকা একটি পিস্তল এবং একটি সর্টগান থানায় জমা না দেওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলাটি করা হয়।