সিলেট অফিস: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারী ঝঁড়ের কবলে পড়ে নৌকাডুবিতে ১ শ্রমিক নিখোঁজের ঘটনা ঘটে।
নিঁখোজ হওয়া ওই ওই শ্রমিকের নাম জুয়েল আহমেদ দিলু (২৮)। নিখোঁজ দিলূ উপজেলার নিজপাট ইউনিয়নের রুপচেং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৫শে এপ্রিল) রাত ৯ঘটিকায় শ্রীপুর পাথর কোয়ারীর পাথর আনতে গিয়ে নিখোঁজ হন। ১২৮০ নং মেইন পিলারের সন্নিকটে রুবেল নামে অপর ১শ্রমিকের সাথে পাথর ভর্তি নৌকা নিয়ে ফিরে আসার পথে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। রুবেল সাঁতার কেটে তীরে উঠে দিলুকে ডাক দিলে ২বার ডাকে সাড়া দেয়। তৃতীয় ডাকে আর কোন সাড়া দেয় নি দিলু। পরের দিন শনিবার সকালে রুবেল ১২৮০ নং সীমান্তবর্তী পিলারের নিকট দিলুর
খোঁজে গিয়ে তার ব্যবহারীত বাটন মোবাইলটি পড়ে থাকতে দেখে।
শনিবার বিকেল পর্যন্ত দিলুর পরিবারের সদস্যরা তার কোন সন্ধ্যান পায় নি। এদিকে দিলু আত্মীয় স্বজন তার সন্ধানে শ্রীপুর কোয়ারী এলাকায় অবস্থান করছিলো।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র উপ-অধিনায়ক মেজর মো নুরুল হুদা জানান, শ্রমিক নিঁখোজের বিষয়টি স্থানীয় ভাবে বিজিবির নিকট এসেছে। নিখোঁজের বিষয়ে অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।
আরও পড়ুন
কমলগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি সহ ৬ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
কমলগঞ্জে ইকবাল হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
কুরআন-সুন্নাহর ভিত্তিতে মানবিক বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে -অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার