জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহতাব উদ্দিন মাতাইকে (৬২) বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। তিনি উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব-শংকরপুর গ্রামের মৃত জইন উদ্দিনের ছেলে।
থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, একটি রাজনৈতিক মামলায় দাসেরবাজার ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন মাতাবকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
মুরাদনগরে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে বিএনপি নেতা কায়কোবাদ
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়: গোলাম পরওয়ার