নিজস্ব প্রতিবেদক
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৭৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৫৩৫ জন।
রোববার (২৭ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৭৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৫৩৫ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৫০৮ জনকে।
অভিযানে ৬ রাউন্ড সীসা কার্তুজ, ৩টি ছোরা, ৩টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতি, ১টি বিদেশি পিস্তল, ১০পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি মাহিন্দ্রা ১১০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।
আরও পড়ুন
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
নভেম্বরে আলাদাভাবে গণভোট আয়োজনের প্রস্তাব জামায়াতের
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িক ‘কারাগার’ ঘোষণা