April 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 28th, 2025, 4:23 pm

কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ২৬ এপ্রিল শনিবার উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুণরায় সভাপতি পদে বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক পদে এম আতিকুর রহমান আখইসহ ২৩ পদের প্রার্থী এবং ১২ পদের প্রার্থীরা ভোটের মাধ্যমে নির্বাচিত হন।

ভোটের মাধ্যমে ১২ পদে নির্বাচিতরা হলেন, সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান হাঁস প্রতীকে ৮৩০ ও আলমাছ পারভেজ তালুকদার উড়োজাহাজ প্রতীকে ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী মো: ইকবাল হোসেন সুমন মোটরসাইকেল প্রতীকে ৬৪৭ ও ইসলাম উদ্দিন চাকা প্রতীকে ২৯৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

দপ্তর সম্পাদক  পদে মাওলানা এনামুল ইসলাম চশমা প্রতীকে ১০০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, অপর প্রার্থী আব্দুল করিম বাচ্চু হাতী প্রতীকে ৫৩৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এছাড়া ১ নম্বর ওয়ার্ড সদস্য রিংকু বর্ধন সিলিং ফ্যান প্রতীকে ১৭২ ভোট ও ইমন মিয়া টেবিল প্রতীকে ১৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী নাইমুল ইসলাম কবুতর প্রতীকে ১২৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

৩ নম্বর ওয়ার্ড সম্পাদক আব্দুল মতলিব বাস প্রতীকে ৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, অপর প্রার্থী কামাল আহমদ তলোয়ার প্রতীকে ৫৯ ও জনি খান মোরগ প্রতীকে ৫০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

৪ নম্বর ওয়ার্ড সম্পাদক পদে মো: গউছ মিয়া বাই সাইকেল প্রতীকে ১৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, অপর প্রার্থী মো: মুহিবুর রহমান জাবেদ মোরগ প্রতীকে ১৩১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

৬ নম্বর ওয়ার্ড সম্পাদক মো: খায়রুল ইসলাম মোরগ প্রতীকে ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রর্থী মো: ইকবাল হোসেন দিপু বাস প্রতীকে ৫৭ ভোট ও জুবের খান বাইসাইকেল প্রতীকে ৩৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এবং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম সোনা টেবিল প্রতীকে ১১৩ ভোট ও আব্দুল হান্নান সোহাগ হাতপাখা প্রতীকে ৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী মো: জসিম মিয়া কবুতর প্রতীকে ৫৬ ও কামাল আহমদ সিলিং ফ্যান প্রতীকে ২৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

৮ নম্বর ওয়ার্ড সদস্য নাজীম বখস হাতপাখা প্রতীকে ১৩৫ ভোট ও মো: মোস্তফা আহমদ কবুতর প্রতীকে ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী সুদ্বীপ আচার্য্য টেবিল প্রতীকে ৭৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে নির্বাচন শেষে সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ভূঁইয়া। দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করেন থানা পুলিশের একটি দল।

ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক খন্দকার লুৎফুর রহমান, সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, প্রভাষক সিপার আহমদ, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী বদরুল ইসলাম বদই, খন্দকার আব্দুস সোবহান, দেব দুলাল চৌধুরী প্রদীপ ও অফিস ম্যানেজার আব্দুল আজিজ।

নির্বাচন পরিচালনা পরিষদ সূত্রে জানা গেছে, সমিতির ৩৫ পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৩ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন, বর্তমান সভাপতি বদরুজ্জামান সজল, সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু ও ডা. মো. কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক বর্তমান সম্পাদক এম আতিকুর রহমান আখই, কোষাধ্যক্ষ মো. বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা এইচডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বেলায়েত হোসেন লাভলু ও নারী উদ্যোক্তা সম্পাদক সুফিয়া রহমান ইতি।

এ ছাড়া ১ নম্বর ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড সম্পাদক শেখ মো. সুমন, সদস্য মারুফ আহমদ জালাল ও জহিরুল ইসলাম এশু, ৩ নম্বর ওয়ার্ড সদস্য শেখ মোহাম্মদ আছকর আলী ও আব্বাছ আলী, ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. হায়দার আলী ও আব্দুল মান্নান, ৫ নম্বর ওয়ার্ড সম্পাদক জাকির হোসেন মুহিত, ওয়ার্ড সদস্য এনামুল হক ও মো. আবুল কালাম রাসেল, ৭ নম্বর ওয়ার্ড সম্পাদক আজিজুর রহমান খালেদ এবং ওয়ার্ড সদস্য শাহাদাত খান ও ওয়াহিদুল ইসলাম শিপন এবং ৮ নম্বর ওয়ার্ড সম্পাদক আতিকুল ইসলাম।