January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 6th, 2021, 7:09 pm

কেয়া শেষ করেছেন পাঁচটি ছবির কাজ

নিজস্ব প্রতিবেদক:

২০০১ সালে ‘কঠিন বাস্তব’- ছবির মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন কেয়া। নিজের অভিনয়-গ্ল্যামার দিয়ে সম্ভাবনার জানান দেন এ নায়িকা। যার পরিপ্রেক্ষিতে বেশকিছু সিনেমায় কাজ করেন টানা। এসব ছবির মাধ্যমে অভিনেত্রী হিসেবে বেশ প্রশংসিতও হন তিনি। এরপর বেশকিছু সিনেমায়ও কাজ করেন কেয়া। তবে এরপর পরই বিরতিতে চলে যান এ নায়িকা। পরবর্তীতে ২০১৫ সালে ‘ব্ল্যাক মানি’ সিনেমার মাধ্যমে ফেরেন তিনি। এরপর থেকে নিয়মিতই কাজ করছেন। তবে গত বছর থেকেই যেন নয়াযাত্রা শুরু করেছেন তিনি। শেষ করেছেন পাঁচ পাঁচটি ছবির কাজ। চলতি প্রজন্মের নায়কদের সঙ্গে জুটি বেঁধেছেন এসব ছবিতে। ক’দিন আগেই তিনি শেষ করেছেন ‘ইয়েস ম্যাডাম’- চলচ্চিত্রের কাজ। রকিবুল আলম রকিব পরিচালিত এ চলচ্চিত্রে তার বিপরীতে রয়েছেন শিপন মিত্র। এর বাইরে ‘সীমানা’, ‘বনলতা’- নামের দুটি ছবির শুটিংও শেষ করেছেন কেয়া। পাশাপাশি ইভান মল্লিকের পরিচালনায় শেষ করেছেন ‘মোনাফেক’- ওয়েব ফিল্মের কাজ। সম্প্রতি কেয়া ‘কথা দিলাম’- ছবির শেষ অংশের শুটিং শেষ করেছেন সিলেটে। জসিম উদ্দিনের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন জি স্বাধীন। এ ছবিতে কেয়া অভিনয় করছেন জামশেদের বিপরীতে। সম্প্রতি সিলেটে গানের মাধ্যমে এ ছবির শুটিং শেষ হলো। ছবিটি প্রসঙ্গে কেয়া বলেন, অনেক সুন্দর গল্পের একটি ছবি। নির্মাতাও খুব সুন্দরভাবে ছবিটি নির্মাণ করছেন। ছবিতে আমার নায়ক জামশেদ। মনোরম কিছু লোকেশনে আমরা শুটিং করছি। সব মিলিয়ে নতুন ছবির কাজটা বেশ ভালো হচ্ছে। আমার বিশ্বাস খুব ভালো একটি ছবি দর্শক উপভোগ করতে পারবেন। এদিকে, কেয়া জানালেন আরও কয়েকটি ছবির প্রস্তাব রয়েছে তার হাতে। সেগুলোর কাজও সামনে শুরু করবেন। কেয়া আরও বলেন, ভালো গল্পের ছবিতে কাজ করতে চাই। যে চরিত্রে চ্যালেঞ্জ রয়েছে তেমন চরিত্রই করতে চাই।