শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের জয়পাড়া দোহার শাখার অন্তত ১০ জন গ্রাহকের স্থায়ী আমানতের ৩ কোটি টাকা দিতে কর্তৃপক্ষ টালবাহানা করছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। জমানো টাকা না পেয়ে তারা পথে বসেছেন বলে জানিয়ে টাকা ফেরতের ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, জয়পাড়া দোহার শাখার প্রতারিত গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার দাবিতে’ আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তৃতায় ঢাকার দোহারের বিলাশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা বলেন, আমি সাবেক জনপ্রতিনিধি ও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ৩ ফেব্রুয়ারি ব্যাংকে পুরোনো অ্যাকাউন্ট সচল করে মোট ১ কোটি টাকার ১ মাস মেয়াদি মুদারাবা টার্ম ডিপোজিট করে রিসিট গ্রহণ করি। গত ৩ মার্চ আমানতের টাকা নগদায়নের জন্য ব্যাংকে গেলে কর্তৃপক্ষ আমার কাছে ৫ দিন সময় নেন। পরবর্তীতে ওই শাখার নতুন ম্যানেজার আমাকে একটি চিঠি ইস্যু করেন যে, আমার মুদারাবা টার্ম ডিপোজিট রিসিটটি যথাযথ কর্তৃপক্ষ সঠিকভাবে ইস্যু করেননি। পরে জানতে পারি, একই শাখায় আবুল হোসেনের ২০ লাখ টাকা, মাহমুদা আক্তার লাকির ৩০ লাখ টাকা, বোরহানুল হক ৩০ লাখ, জামাল আহম্মেদের ১৫ লাখ, রোকছানা আক্তারের ৪৫ লাখ, ফাতেমা আক্তারের ২টি ডিপোজিট থেকে ৩২ লাখ টাকাসহ মোট ৩ কোটি টাকা জাল মানি রিসিট দিয়ে প্রতারণা করেন সাবেক ম্যানেজার শহিদুল ইসলাম। এ বিষয়ে বর্তমান শাখা ম্যানেজার আব্দুল রাকিব তালুকদার ও ডেপুটি ম্যানেজার দোহার থানায় এজাহার দায়ের করেছেন।
তিনি বলেন, আমরা আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছি। সরকারের কাছে আমরা ন্যায় বিচার চাচ্ছি।
সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগী আবুল হোসেন, মাহমুদা আক্তার লাকি, বোরহানুল হক, জামাল আহমেদ, ফাতেমা আক্তার।
আরও পড়ুন
বাজেটে প্রত্যাশার ফুলঝুড়ি থাকবে না: অর্থ উপদেষ্টা
হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক
বিকাশে অ্যাপে থেকে মোবাইল প্যাকেজে ওভার চার্জিং!