অনলাইন ডেস্ক
রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়সহ জেলা-উপজেলা পর্যায়ে ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে এই অভিযান শুরু হয়। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এর আগে ১৬ এপ্রিল দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছিল দুদক। ঘুষ গ্রহণ, অনিয়ম, দুর্নীতি, গ্রাহকদের সেবা থেকে বঞ্চিত করা, অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অভিযোগে এই অভিযান চালানো হয়।
আরও পড়ুন
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারকৃত মোংলার শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়ে বন্দর কর্তৃপক্ষের বক্তব্য
নুসরাত, অপু ও জায়েদসহ ১৭ নায়ক-নায়িকার নামে মামলা
মোহামেডানকে উড়িয়ে আবারও চ্যাম্পিয়ন আবাহনী