অনলাইন ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চ্যাথাম হাউস, যুক্তরাজ্যের সিনিয়র ফেলো প্যাট্রিক শ্রোয়েডা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উন্নয়ন-অগ্রগতি, বাংলাদেশের গণতন্ত্র, নারী অধিকার, বাংলাদেশে বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, বৃত্তাকার অর্থনীতি এবং ভবিষ্যতে যুক্তরাজ্যের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের বিষয়ে দলের অবস্থানসহ নানা বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
সাক্ষাৎকালে জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং সাসেক্স বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই আলী আহমেদ তাহকিক উপস্থিত ছিলেন।
চ্যাথাম হাউসের সিনিয়র ফেলো প্যাট্রিক শ্রোয়েডারের সঙ্গে তার স্থানীয় গবেষণা সহযোগী মামুনুর রহমানও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল
আল্লাহর ওপর ভরসা ছিল, ষড়যন্ত্র টেকেনি : প্রার্থিতা ফিরে পেয়ে মান্না