May 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 30th, 2025, 5:56 pm

বাজেটে প্রত্যাশার ফুলঝুড়ি থাকবে না: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ‘প্রত্যাশার ফুলঝুড়ি থাকবে না’ বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

একই সঙ্গে আগামী বাজেটে কর রেয়াতের পরিমাণ কমানোর ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের এ নীতিনির্ধারক। দেশের ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধি বাড়াতে বৈশ্বিক সংস্থার সঙ্গে আলোচনার কথাও জানিয়েছেন তিনি।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আয়োজনে বুধবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামশর্ক কমিটির ৪৫তম সভায় তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আমরা বাস্তবায়নযোগ্য বাজেট দেবো। বাজেটে প্রত্যাশার ফুলঝুড়ি থাকবে না।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, একটি জিনিস মনে রাখতে হবে, রেয়াত ও কর অব্যাহতির যুগ চলে গেছে। এখানে আমরা অনেক পেছনে আছি। আমাদের রাজস্ব বাড়াতে হবে, সরকার চালাতে হবে, অন্যদিকে ব্যবসায়ীদেরও প্রণোদনা দিতে হবে। সেজন্য টাকার দরকার। কর দেওয়াটা করদাতার জন্য ব্যয় মনে করা হয়। কিন্তু আপনি কর দিলে তার বেনিফিট আপনিও পান। শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য সামাজিক সেবা পাওয়ার জন্য কর দিতে হবে।

ব্যবসা-বাণিজ্য চ্যালেঞ্জের মুখে আছে জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে দেশটা গড়ার। আমাদের উদ্দেশ্য মানুষের জীবন-জীবিকা সহজ করা। গালমন্দ খাচ্ছি, সেটা মেনে নিছি। আগামী বাজেটে চেষ্টা করবো সহানুভূতিশীল হওয়ার, আপনারাও সহানুভূতিশীল হবেন। উইন উইন অবস্থা।

তিনি বলেন, বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের ধারণা খুবই ভালো। সমস্যা হচ্ছে, আমাদের দেশের কিছু মানুষের সমালোচনা। তখন প্রশ্নের মুখে পড়তে হয়। গঠনমূলক সমালোচনা করুন। বিশ্বব্যাংক আমাদের সঙ্গে আছে, আইএমএফের সঙ্গে সমঝোতা চলছে।

উপদেষ্টা আরও বলেন, আমরা ট্রাম্প সরকারের সঙ্গে আলোচনা করবো, সমঝোতা করবো। কিন্তু ওদের চটানো যাবে না। আমেরিকা সরকার তিন মাস সময় দিয়েছে, প্রয়োজনে আরও বেশি সময় চাইবো।

সালেহউদ্দিন আহমেদ বলেন, আইএমএফের ঋণের ব্যাপারে আমরা খুব একটা চিন্তিত নই। এরই মধ্যে সামষ্টিক অর্থনীতিতে কিছুটা উন্নতি হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আগে বাজেট করা হতো ব্যয়ের মহোৎসব করার জন্য। এবার আমরা লক্ষ্য ও ন্যায়ভিত্তিক বাস্তবায়নযোগ্য বাজেট দেবো।

সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, বাজেটে অপারেশনাল সমস্যা সমাধানে আমরা জোর দিচ্ছি। অটোমেশন ও ডিজিটালাইজেশনেও জোর দেওয়া হচ্ছে।
বাজেটে সাধারণ করদাতাদের জন্য বার্ষিক করমুক্ত আয়ের সীমা সাড়ে চার লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই। পাশাপাশি নারী করদাতা ও ৬৫ ঊর্ধ্ব বয়সী করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। অনুষ্ঠানে এসব প্রস্তাব তুলে ধরেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।

বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ বলেন, আগে বিটিএমএ যন্ত্রাংশ আমদানি করতো। যথাযথ হারে শুল্কও দেওয়া হতো। এ নিয়ে বিতর্ক হয়নি। ছাড়পত্র বিটিএমএর পক্ষ থেকেই দেওয়া হতো। এখন এনবিআর পুরো বিষয়টি নিজের হাতে নেওয়ার পর জটিলতা বেড়েছে। প্রতিটি ধাপে ছাড়পত্র নিতে হয়।

করপোরেট কর প্রসঙ্গে বিটিএমএর প্রস্তাব, দেশের তৈরি পোশাক খাতে যে ১২ শতাংশ করারোপ করা হয়েছে, তাদের জন্যও সেই একই হারে করারোপ করা হোক। বস্ত্র ও পোশাক খাত পরস্পরের পরিপূরক। ফলে তাদের এ প্রস্তাব ‘অযৌক্তিক নয়’ বলেই মনে করেন শওকত আজিজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।