May 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 30th, 2025, 7:06 pm

এমপিও শিক্ষকদের বদলি শুরু অক্টোবরে

শ্রেনিকক্ষে শিক্ষকের পাঠদান/ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী জুনের মধ্যে বদলির সফটওয়্যার তৈরির কাজ শেষ করা হবে। এরপর অক্টোবর থেকে নীতিমালা মেনে বদলি শুরু করতে চায় মাউশি।

বুধবার (৩০ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন মাউশির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) বদলির সফটওয়্যার তৈরিতে গঠিত কমিটির সভায় এ রোডম্যাপ ঘোষণা করা হয়।

জানতে চাইলে মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক-২) ইউনুছ ফারুকী বলেন, বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে, সে অনুযায়ী বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। আমরা অক্টোবর থেকেই বদলি চালু করতে চাই। এজন্য একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে।

কতদিনের মধ্যে সফটওয়্যার তৈরি করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের পরিকল্পনা হলো—মে থেকে জুন মাসের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি করা। সে পরিকল্পনা নিয়ে কাজ করছি। আমাদের একটি উইংকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বছরের ১১ আগস্ট এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী- শুধু মাউশির মহাপরিচালক (ডিজি) পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন।