May 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 30th, 2025, 7:51 pm

হাইটেক পার্ক, সিলেট-এ বিনিয়োগ আকৃষ্টকরণের নিমিত্তে মতবিনিময় সভা

এস এ শফি, সিলেট: হাই-টেক পার্ক, সিলেট এ বিনিয়োগে আকৃষ্টকরণ বিষয়ক মতবিনিময় সভা আজ বুধবার (৩০ এপ্রিল) বিকাল ২টায় সিলেট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম এনডিসি, বিভাগীয় কমিশনার, সিলেট খান মোঃ রেজা-উন-নবী।
মতবিনিময় সভায় বক্তাগণ  হাইটেক পার্ক, সিলেট-এ বিনিয়োগ আকৃষ্টকরণের লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরেন। সেই সাথে সিলেট হাইটেক পার্কে সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, বিনিয়োগের সুযোগ ও সুবিধাদি তুলে ধরা এবং টেকসই ডিজিটাল ইকোসিস্টেম গঠনের বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুজিবুর রহমান, পরিচালক মোহাম্মদ সাহিদুল হক সোহেল , চেম্বারের সম্মানিত সদস্য ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাওলানা মোঃ খায়রুল হোসেন, বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রাক্তন সভাপতি ও সিলেট চেম্বারের প্রাক্তন পরিচালক এনামুল কুদ্দুস, কোষাধ্যক্ষ মোঃ জহির হোসেন, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেটের চেয়ারম্যান মাসনুল করিম চৌধুরী, জিনিয়াস টেকনোলজি’র স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া, সিলেট চেম্বারের সম্মানিত সদস্যবৃন্দ, সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন উদ্যোক্তাবৃন্দ, সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিনিধিসহ সিলেটের স্থানীয় প্রশাসন ও সরকারী উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিনিয়োগকারীবৃন্দ এবং প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ প্রমুখ।