May 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 30th, 2025, 7:58 pm

বেরোবিতে চালু হচ্ছে নাম-রোলহীন খাতা মূল্যায়ন

গাজী আজম হোসেন, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চালু হচ্ছে নাম-রোলহীন খাতা মূল্যায়ন পদ্ধতি।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ও ছাত্র উপদেষ্টা ড.মো.ইলিয়াছ প্রামানিক।
তিনি জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের বিরুদ্ধে মার্ক টেম্পেয়ারিংয়ের অভিযোগ উঠলে তদন্ত কমিটি অন্যতম একটি সুপারিশ ছিল নাম-রোলহীন খাতা মূল্যায়ন। যেটি পরবর্তীতে অ্যাকাডেমিক কাউন্সিল ফাইনাল পরীক্ষায় রোল ও নামহীন খাতা মূল্যায়ন পদ্ধতি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়। এ পদ্ধতি চালু হওয়ার পর কোন পরীক্ষক বুঝতে পারবে না খাতা কোন শিক্ষার্থীর। এতে শিক্ষকদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয় পরীক্ষায় নম্বর কম বা বেশী দেওয়ার তা আর থাকবে না।
এদিকে ও নাম-রোলহীন খাতা মূল্যায়ন পদ্ধতি চালু হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। তারা বলেন, প্রায় প্রতিটি বিভাগে কিছু শিক্ষক রয়েছে যারা তাদের পছন্দের শিক্ষার্থীকে নম্বর বেশি দিয়ে থাকেন। আবার বাহ্যিক কোন বিষয়ে শিক্ষকের সাথে মতের অমিল হলে তিনি রোল নম্বর মার্ক করে পরীক্ষায় নম্বর কম দিয়ে থাকেন। তখন ভালো লিখেও আশানুরূপ ফল পাওয়া যায় না। শিক্ষকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এমন অভিযোগ থাকলেও কিছু করার ছিল না। আমরা আশা করছি, এবার ও নাম-রোলহীন খাতা মূল্যায়ন চালু হলে আমরা প্রত্যেক শিক্ষার্থী যথাযথভাবে খাতা মূল্যায়ন এর নাম্বার পাবো।
প্রসঙ্গত, সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড.তানজিউল ইসলাম জীবন এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড.রশীদুল ইসলাম ও সহকারী অধ্যাপক অতুল চন্দ্র সিংহ এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর যৌন নিপীড়ন ও ফলাফল টেম্পারিংয়ের অভিযোগপত্র জমা দেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। এরপর অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় রোল ও নামহীন খাতা মূল্যায়ন পদ্ধতি চালু হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।