May 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 30th, 2025, 8:23 pm

খুলনা খান জাহান আলী থানার ওসি প্রত্যাহারের দাবিতে বিএনপির ঘেরাও কর্মসূচি

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা ব্যুরো: খুলনা খান জাহান আলী থানার ওসি কবির হোসেন ও এস. আই ইশতিয়াক এর প্রত্যাহার দাবিতে খান জাহান আলী থানা বিএনপির উদ্যোগে ঘেরাও কর্মসূচি বুধবার বিকাল ৪ শিরোমণি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়।

খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন , বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা যুবদলের সভাপতি ইবাদুল হক রুবায়েত, ফুলতলা উপজেলা বিএনপি সভাপতি আবুল বাশার। এছাড়া খুলনা মহানগর বিএনপি ও জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এ্যাড শফিকুল আলম মনা বলেন খান জাহান আলী থানার ওসি কবির হোসেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর হিসেবে কাজ করছে, বিগত ফ্যাসিস্ট সরকারের কায়দায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বাসায় অভিযান চালিয়ে তাদের হয়রানি করছে। তিনি আরও বলেন পুলিশ কমিশনার যদি ওসি কবির ও এস.আই ইশতিয়াকের বিরুদ্ধে প্রত্যাহার মূলক আইনগত ব্যবস্থা গ্রহণ না করে তবে আগামী ৫ ই মে খুলনা পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে।