রংপুর ব্যুরো: সারাদেশের ন্যায় রংপুরেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়।
র্যালিটি সকাল ১০টায় শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মো. রবিউল ফয়সাল।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিক-মালিক সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবছরের মতো এবছরও দিবসটি উদযাপনের মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন আয়োজকরা।
এদিকে মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় সংগঠনের জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর প্রেসক্লাব চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহ্বায়ক সুরেশ বাসফোর এর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, সংগঠনর সদস্য দেলোয়ার হোসেন, রাজা বাসফোর প্রমূখ। নেতৃবৃন্দ বলেন, আজ থেকে ১৩৯ বছর আগে শিকাগোর হে মার্কেটে শ্রমিকের অধিকার ও মর্যাদা আদায়ের যে লড়াই শুরু হয়েছিলো পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থা তার প্রায় কোনটাই পূরণ করতে পারেনি।এখনো আমাদের দেশে অসভ্য মালিকী ব্যবস্থা শ্রমিকদের ১২/১৪ ঘন্টা খাটিয়ে নিয়ে ন্যায্য মজুরি দেয়না।বকেয়া মজুরির দাবিতে আন্দোলন করলে পুলিশ,আর্মি লেলিয়ে দিয়ে শ্রমিকদের লাঠিপেটা করে,গ্রেপ্তার করে।ট্রেড ইউনিয়ন করার অধিকার দেয়না।ঈদের আগে বোনাস না দিয়ে মালিক বিদেশে যায় ঈদ আনন্দ করতে।আর রাষ্ট্র এসব দেখেও নিশ্চুপ থাকে।কারণ রাষ্ট্র পরিচালিতই হয় বড়লোকের স্বার্থে।
আরও পড়ুন
মধ্য রাতে সাবেক মন্ত্রী কায়কোবাদ এর বাড়িতে আওয়ামী লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ
ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান ও সীলগালা, অনুমতি ছাড়াই আবার চালুর অভিযোগ!