রংপুর ব্যুরো: পত্রিকা বিক্রেতা ও মিশুক চালক আনিছুর রহমান চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩ ও গাইবান্ধা সিপিসি-৩ এর একটি চৌকস আভিযানিক দল।
শুক্রবার (২ মে) দুপুরে রংপুর র্যাব-১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জয়নাল আবেদীন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার (১ মে) রাতভর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে র্যাব সদস্যরা আসামিদের গ্রেফতার করে।”গ্রেফতারকৃতদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
গ্রেফতারকৃতরা হলেন কবির আলম (২৭), রাসেল মিয়া (২৮), শহিদুল ইসলাম (৪০) এবং রাশেদ মন্ডল (৪২)। অভিযানে আনিছুরের ছিনতাই হওয়া মিশুকটিও উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-১৩।
র্যাব সূত্র জানায়, হত্যাকান্ডের পর থেকেই তারা এই চক্রটির ওপর নজর রাখছিলেন। দীর্ঘ গোয়েন্দা নজরদারি ও তথ্য বিশ্লেষণের পর চক্রের সদস্যদের অবস্থান শনাক্ত করে এই সফল অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়দের মধ্যে এই গ্রেফতারের ঘটনায় স্বস্তি ফিরেছে এবং আনিছুর হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও
কুমিল্লা থেকে ৪০ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তি
মুরাদনগরে স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ইউপির চেয়ারম্যানসহ আটক-১০