জয়পুরহাট প্রতিনিধিঃ বগুড়ার পলাতক আওয়ামীলীগ নেতা ফ্যাসিস্ট এর দোসর জুলাই বিপ্লবে ছাত্র হত্যাকারী শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে হিমাগারের নামে জমি আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষকসহ জয়পুরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সকাল ১১টায় জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব,জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, ভুক্তভোগী কৃষক মুকুল হোসেন সহ অন্যরা।
বক্তাগণ বগুড়ার শিবগঞ্জের আওয়ামীলীগ নেতা ১৫ মামলার পলাতক আসামী শাহজাহান চৌধুরীর মালিকানাধীন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়ার মুন্নি হিমাগারের নামে আত্মসাত করা জায়গা আগামী সাত দিনের মধ্যে উদ্ধারের দাবি জানান। অন্যথায় পলাতক শাহজাহান চৌধুরীর পেছনের শক্তি দাতাদের খুঁজে বের করে জনসন্মুখে বিচার করার হুঁশিয়ারি দেওয়া হয়।
আরও পড়ুন
কমলগঞ্জে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা রাজু গ্রেপ্তার
খুলনায় শিবিরের মানবপ্রাচীরের আয়োজন
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবীতে গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল