Sunday, May 4th, 2025, 5:10 pm

একাধিক নারীর সাথে প্রতারণা হাতিয়ে নিয়েছে কোটি টাকা

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা ব্যুরো: খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নারী নারীদের সাথে পাইলট ও বিমান বাহিনীর কর্মকর্তা পরিচয় ঊর্ধ্বতন  কর্মকর্তা পরিচয়ে কোটি টাকা হতিতে নিয়ে গেছে সিয়াম নামের এক যুবক।সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) নারীদের সখ্যতা গড়ে তুলতেন ফেসবুকে সিয়াম আসল নাম রাসেল।বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বলে শতাধিক নারীর সঙ্গে মুঠোফোনে অনৈতিক সম্পর্ক। তাদের সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করিয়ে ধারণ করত ভিডিও।বিয়ের প্রোলোভোন  দেখিয়ে শারীরিক সম্পর্ক করার জন্য ব্ল্যাকমেইল করত মিথ্যা বিয়ে করে হাতিয়ে নিতো টাকা।এমনই অভিযোগ ভুক্তভোগীদের ।

খুলনা সরকারী ব্রজলাল কলেজের শিক্ষার্থী  নিপা বলেন আমি একজন ছাত্রী। আজ থেকে ৫ মাস আগে রাসেল আহম্মরদ সিয়াম এর সাথে পরিচয় হয়।  উনি বলছে এবং একটা আইডি কার্ড দেখাইছে যে উনি বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট,আমাদের ভিতর বন্ধুত্ব হয় ।

একপর্যায়ে আমাদের খুলনা জিরো পয়েন্ট একটা রেস্টুরেন্ট এ দেখা হয়,তখন সে বলে তার বন্ধুর বিয়ার জন্য তাকে যশোর যেতে হবে,তার জিনিসপত্র সবকিছু ঢাকাতে রেখে আসছে,এবং বিয়াতে পরে যাওয়ার জন্য আমার থেকে লকেট সহ একটা চেন ও একটা আংটি নেয় একদিন পরে দেওয়ার কথা বলে। পরবর্তিতে সে আজ না কাল দিবো এইটা করতে থাকে একপর্যায় ফোন ও রিসিভ করে না ।

চাঁদপুরের মধ্যেবয়সী নারী মর্জিনা বলেন খুলনার একটি ছেলে তার নাম রাসেল শেখ তার সাথে আমার অনলাইনে পরিচয় হয়।

পরিচয় হওয়ার পরে ও আমার সাথে কথা বলে তারপর আমার ফ্যামিলির সাথে কথা বলে । বলার পরে সে আমাদের বাসায় আমাকে দেখতে আসে  ।দেখার পরে সে আমার কাছে কিছু টাকা চায় প্রায় তিন লক্ষ টাকা । তারপর ওকে আমি আড়াই লক্ষ টাকা দেই । দেওয়ার পরে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমাকে ব্লক করে দেয় । এখন খোঁজ নিয়ে দেখতে পারলাম সে শুধু আমাকে ঠকাইনি ,সে বলেছে সে একজন পাইলট সে বিদেশে লোক নেয় বা কোন ভালো মেয়ে পেলে বিয়ে করবে এরকম কথা বলে বেড়াচ্ছে ।

খুলনার নারী উদ্যোক্তা কল্পনা বলেন এই রাসেল শেখ নিজেকে পাইলট পরিচয় দিয়ে আমার ফেজবুক এ নক দিয়েছিলো সে আমাকে অনেক দিন ধরে ফলো করেছে আমি অনলাইন এ বিজনেস করি ।   গল্লামারীতে আমার ছোট একটা দোকান আছে ।   সে খুলনার ছেলে বাংলাদেশ নৌ বাহিনীর একজন পাইলট। আমি বিজনেস করি এটা দেখে তার নাকি অনেক ভালো লাগছে। এর পর সে আমার শোরুম এর সামনে এসে আমাকে দেখে যায়। পরে আর একদিন  শোরুম এর সামনে আসে। এর পর আমাকে বলে সে তো পাইলট এর জন্য সব সময়ই সব দেশ ঘোরাঘুরি করে। আমাকে কিছু কসমেটিকস এনে দিবে বাইরে দেশ থেকে যা আমি শোরুম এ সেল দিয়ে কাস্টমার এর থেকে ভালো রেসপন্স পাবো এই ভাবে সে আমাকে অনেক সাফল্য কথা বলে। তার কথা শুনে আমি মনে করলাম সত্যি তো ওনি যখন একজন পাইলট আমাকে তো এই গুলো এনে দিতেই পারে। তার পর ২ দিন পর ওনি আমাকে ম্যাসেনজার এ ফোন দিয়ে বলে সে কালকে ফ্লাইট  এ বিদেশে যাবে এর পর রোজার  আগে তার আর কোন ফ্লাইট  নাই তার মানে এখন যদি আমি ওনাকে টাকা দেই তাহলে ওনি আমাকে প্রোডাক্ট গুলো এনে দিতে পারবে এই গুলো বুঝিয়ে আমাকে বলছে ৩০ হাজার টাকা যেন তাকে আমি দেই এখন সে আমাকে প্রোডাক্ট এনে দিবে।

কুষ্টিয়ার সেফালি নামের একজন তারপরে আমার স্বামী কে বিদেশে নিবে বলে টাকা নিছে পরে শুনি ওনি চিটার লোক লজ্জার ভয়ে কিছু বলছি না ।

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার বলেন, এ ধরনের প্রতারকদের আইনের আওতায় আনা জরুরি প্রসাশনকে আরো কঠোর হতে হবে।

অভিযুক্ত সিয়ামকে  একাধিক বার কল দিলে  তার মোবাইল ফোন  বন্ধ পাওয়া যায় ।